সোমবার (২৯ জুন) ফেনী সদর উপজেলা মোটবী ইউনিয়নের গোলারহাটে ফেনী জেলা আ’লীগের সভাপতি মরহুম এ্যাডভোকেট আক্রামুজ্জামান এর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা উপস্থিত হয়ে মরহুমের কফিনে মাল্যপুষ্প অর্পন করেন ফেনী-২ আসন’র সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। পাশাপাশি মরহুমের জানাযা উপস্থিত হয়ে তাঁর কফিনেও ছাগলনাইয়া উপজেলা আ’লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধান্জলি জানিয়ে মাল্যপুষ্প অর্পন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
মরহুমের জানাযা উপস্থিত হয়ে চিরবিদায় জানান, জেলা আ’লীগ, বিভিন্ন উপজেলা আ’লীগ সভাপতি ও সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা। জানাযা উপস্থিত সকলেই মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন মরহুমকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করুক. আমিন। উল্লেখ্য যে, জেলা আ’লীগের সভাপতি (২৮ জুন) ভোর ৫ টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।