চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৯তম ধাপে ২০০অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন চেয়ারম্যান মনির হোসেন গাজী।
সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদে সরকারী ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। ত্রাণ পেয়ে খুশি এসব কর্মহীন মানুষ। ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মহীন ও অসহায় মানুষদের জন্য সাহায্য সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ আমি অসহায় মানুষদের হাতে পৌঁছে দিচ্ছি । আমার ইউনিয়নের কোন মানুষ যাতে না খেয়ে থাকে এজন্য আমি প্রতিনিয়িত তাদের খোঁজ খবর নিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, পরিষদ সচিব হানিফ মিয়া ও ওয়ার্ড মেম্বার সাইফুল্লাহ বকুল,দুলাল মিজি,আনোয়ার হোসেন, মুসলিম গাজী ও জহির মোল্লা। এছাড়াও উপস্হিত ছিলেন, মহিলা মেম্বার দিলারা ও জেসমিন সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ক্যাপশন: হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নে ২০০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।