মধুপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা-অনাকান্তির কন্ঠ

মোঃ আঃ হামিদ, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৬৮ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে শ্রাবনী সাহা (২০) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শ্রাবনী মধুপুরের টেংরী আদালতপাড়ার শ্রী নারায়ন চন্দ্র সাহার স্ত্রী। স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তার নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শ্রাবনীর মরদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, আদালত পাড়ার রবি চন্দ্র সাহার ছেলে শ্রী নারায়ন চন্দ্র সাহার সাথে গত ৭-৮ মাস পূর্বে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর গ্রামের মৃত গোপীনাথ সাহার মেয়ে শ্রাবনী সাহার বিয়ে হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মধুপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর