লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে ব্যবসায়ীর বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা-অনাকান্তির কন্ঠ

মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬৩৩ বার পঠিত

রাতের অন্ধকারে ব্যবসায়ীর বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ছবিলপুর গ্রামের ভূইয়া গাজী দরবানি বাড়ির সবজি ব্যবসায়ি আনোয়ার এর ঘরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটনায়।

লক্ষ্মীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। কিন্তু কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে এটা এখনও জানা যায়নি,

তিনি জানান, শুক্রবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে আসেন। এরপরই রাত ১:৪০ মিনিটে তাহার স্ত্রী বাহিরে আগুনের দৃশ্য দেখে চিৎকার দিলে, স্থানীয় লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হন।

ভুক্তভোগী আনোয়ার এর পরিবারের অভিযোগ আগে ও অনেক বার পেট্রোল মেরে, ঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে
কিন্তু কে বা কাহারায় বার বার আগুন লাগিয়ে দিচ্ছে জানি না।

আমরা প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তার জন্য সাহযোগীতা কামনা করছি।

লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ একে এম আজিজুর রহমান মিয়া জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর