ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা- অনাকান্তির কন্ঠ

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৪২ বার পঠিত

বর্তমানে এক আতংকের নাম করোনা ভাইরাস!! এই বিশ্বব্যাপী ভাইরাসের কারনে চলে গেলেন না ফেরার দেশে লক্ষ লক্ষ মানুষ!! এই ভাইরাসেরর কারনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ রক্ষা পাচ্ছেনা। ফলে ছাগলনাইয়া উপজেলাতেও ছড়িয়ে পড়েছে এই আক্রান্ত, আবার আক্রান্তের স্বীকার হয়ে অনেকেই মারা গেছেন। এই ভাইরাসের মহামারি পরিস্থিতি মোকাবেলা মানবিক গুনাবলী হিসেবে পরিচিত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র আন্তরিকতা ও দিক নির্দেশনা মোতাবেক অনুযায়ী করোনা আইসোলেশান ওয়ার্ডে ৫ জন স্বাস্থ্য কর্মী ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বলে জানাযায়। তথ্যসূত্রে জানাযায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যাবিশিষ্ট ওয়ার্ডে বর্তমানে ৬ জন করোনা ভাইরাসের আক্রান্ত রোগী ভর্তি আছে। এই আক্রান্ত ৬ জন রোগীকে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র নির্দেশক্রমে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকগন। সেই চিকিৎসকগনের মধ্য আছেন, ডাঃ মোঃ জামিল হোসেন, ডাঃ শিমুল বড়ুয়া, ডাঃ মোঃ ইমাম হোসেন। ডাক্তারদের পাশে সার্বক্ষনিক থেকে রোগীদের সেবা প্রদান করছে রুবিনা বেগম (সিনিয়র নার্স) ও ডালিয়া বেগম (জুনিয়র নার্স)। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সদস্যর মেডিকেল বোর্ড টিম গঠন করে ২৪ ঘন্টা আইসোলেশনে থাকা রোগী ও অন্যন্য রোগীদেরও সার্বিক তত্বাবধানে করছে বলে তথ্যসূত্রে জানাযায়। তিন সদস্যর মেডিকেল টিমের মধ্য আছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন, ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয় ও ডাঃ সাকিব সাব্বির।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর