কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান স্লোগানে বাংলাদেশের প্রতিটি উপজেলার বিভিন্ন ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় হাজিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশে,হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ বিকাল 4 ঘটিকায় ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলুসহ নেতাকর্মীরা। তাদের সাথে আমিও উপস্থিত ছিলাম।