টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের যদুনাথপুর গ্রামের ঝরণা রানীর সাহার ১৫ শতাংশ জমি এলাকার প্রভাবশালী মহল জোর পূর্বক দখল করে স্হাপনা নির্মান করিতেছে বলে অভিযোগ উঠেছে। ঝরণা রানী সাহা জানান আমি এবং আমার স্বামী চন্দন কুমার সাহা সহ পরিবার পরিজন নিয়ে বর্তমানে মধুপুর উপজেলার মাষ্টার পাড়া এলাকায় বাসা করে সেখানেই থাকি।আমার স্বামী মাষ্টার পাড়ায় একটি ছোট মুদির দোকান করে। আমরা স্বপরিবারে মধুপুর থাকায় এ সুযোগে এলাকার কিছু প্রভাব শালী মহল আমার পৈত্রিক সম্পত্তি জোড় করে দখল করে সেখানে স্হাপনা নির্মান করিতেছে। আমি সংবাদ পেয়ে যদুনাথপুর এলাকায় যাই এবং তাদেরকে আমার দখলীয় জমিতে স্হাপনা নির্মাণের বাধা দেই। তারা আমার কোন কথা না শুনেই জোর করে সেখানে স্হাপনা নির্মান কাজ করিতেছে। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করিয়াছেন বলেও ঝরনা রানী জানান। এ ব্যাপারে সোমবার (১৩ জুলাই) বিকেলে ধনবাড়ী থানায় মুঠো ফোনে যোগাযোগ করা হলে তদন্তকারী কর্মকর্তা এ এস আই আশরাফুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি স্যারের নির্দেশে আমি ঘটনা স্হল পরিদর্শনে গেলে বিবাদী পক্ষ জানান ঝরনা রানী আমাদের নিকট হতে জমি বিক্রির উদ্দেশে আড়াই লক্ষ টাকা নিয়েছেন। আমি উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ করিয়াছি। এবং উভয় পক্ষকে বিষয়টি আপোষ মীমাংসা না করে কোন রকম কাজ না করার জন্যও পরামর্শ প্রদান করি। এবং উভয় পক্ষকে বিষয়টি আপোষ মিমাংশার পরামর্শ দিয়ে মিমাংশার কাগজ থানায় নিয়ে আসতে বলি কিন্তু এখন পর্যন্ত কেও আসেনি।