1. admin@onakanthirkantho.com : admin :
  2. onakanthirkanthobd@gmail.com : SARKAR DBO-TV : SARKAR DBO-TV
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন
Title :
পাঁচবিবিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীতে সামাজিক স্বীকৃতির দাবীতে উপজেলা চেয়ারম্যান সরোয়ার সিপাইর বাস ভবনে কৃষি কর্মকর্তা! ৩য় বর্ষে পদার্পণের মধ্যদিয়ে অভিষেক পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সুধী সমাবেশ সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দেবাশীষ রায় লাকী ও সাধারণ সম্পাদক শাশ্বত ব্রহ্ম রনি নির্বাচিত পূবাইলে ভাদুন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে গ্রেফতার

মধুপুরে গারোহাটের জায়গা অবৈধ দখল মুক্ত করার দাবীতে এলাকাবাসীর আবেদন-অনাকান্তির কন্ঠ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪৬৫ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিখ্যাত আনারসের হাট গারোহাটের প্রায় সারে পাঁচ একর জায়গা অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করার দাবীতে,মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর আবেদন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার( ১৪জুলাই) বিকাল ৩টায় এ আবেদন করা হয়।

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।এলাকার প্রায় শতাধিক ব্যক্তির গণস্বাক্ষর সহ এ আবেদন টি করেন মোঃশহিদুল ইসলাম সোহেল।

তিনি বলেন, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার তিনটি উপজেলার সংযোগ স্থলে এ গারোহাটের অবস্থান। মধুপুর উপজেলার পূর্ব প্রান্ত, ঘাটাইল উপজেলার শেষ উত্তরপূর্ব প্রান্ত, এবং ফুলবাড়িয়া উপজেলার শেষ পশ্চিম প্রান্তের সংযোগস্থলে এ হাটের অবস্থান।মূল হাটের অবস্থান মধুপুর অংশে হলেও কালের আর্বতে হাটটি ধীরে ধীরে ঘাটাইল অংশে প্রসার ঘটেছে। ঐতিহাসিক গুইলার পাহাড়ের এ ঐতিহ্যবাহী হাটটি এখন হারাতে বসেছে তার ঐতিহ্য। এ হাট সপ্তাহে দুই দিন বসে।
ঘাটাইল উপজেলার অংশে সরকার প্রায় অর্ধকোটি টাকার উন্নয়ন কাজ করেছে। অথচ বারবার সরকারের নিকট গ্রোথসেন্টারের জন্য আবেদন করেও বিফল হয়েছে এ অঞ্চলের মানুষ। মধুপুর অংশে কয়েক বছর আগে স্থানীয় ইজারাদারের মাধ্যমে এ হাটে পানীয় জলের জন্য একটি টিউবওয়েল ও একটি টয়লেট করেছে।সেটাও বর্তমানে ব্যবহার অনুপোযোগী।
মুল হাটটি দখল করে নিয়েছে ভুমিদস্যুরা। এলোমেলো ঘর তুলে আবাসিক এলাকার নামে চলছে নানা অসামাজিক কাজ। ফলশ্রতিতে হয়রানির শিকার হচ্ছে নিরীহ লোক,নষ্ট হতে চলেছে সামাজিক পরিবেশ। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। শিক্ষাদীক্ষায়ও পিছিয়ে নেই এ অঞ্চলের মানুষ।
এ হাটের সখিপুর–কাকরাইদ, পোড়াবাড়ি-গারোহাট, গারোহাট-ফুলবাড়ীয়া, গারোহাট-রক্তিপাড়া, গারোহাট-মধুপুর মহাসড়কের পাশে সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্ব শাসিত বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ডাচ বাংলা, গ্রামীণ ব্যংক, ব্রাক,ব্যুরো টাঙ্গাইল, আশা, প্রশিকা, টি.এম,এস.এস,সি.সি.ডি.বি, আনন্দসহ এক ডজনের উপরে এনজি ও এর অফিস ও কার্যক্রম। রয়েছে একটি কলেজ, দুটি উচ্চবিদ্যালয়, দুটি দাখিল মাদ্রসা, দুটি এবতেদায়ী মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি কিন্ডাগার্টেন স্কুল।
৩৮৩২ নং দাগের ২ নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় সাত একর জমি সরকার গারোহাটের নামে পেরি পেরি ভুক্ত করেছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ জবরদখল মুক্ত করে গ্রোথসেন্টার করার প্রতিশ্রতি দিলেও প্রভাবশালী ভুমি দস্যুদের কাছে নতি স্বীকার করে পিছু হটেছেন।
গারোহাটটি এ বছর প্রায় সাত লক্ষ টাকা ইজারা হয়েছে। ইতিপূর্বে হাট ইজারার উন্নয়নের ১৫% টাকা ভোগ করছেন ইজারাদার নিজেই।
গারোহাটের পেরিপেরি ভূক্ত জমির দখলকার রয়েছে প্রায় অর্ধশতাধিক। হাটের নেই সুশৃঙ্খল হাট পরিচালনা কমিটি। হাটের সূধীজন মনে করেন, সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে, অপরদিকে স্থানীয় জনগণ পাবে সুষ্ঠ হাট ব্যবস্থাপনা। সব মিলিয়ে হাটটি ভূমিখোর ও চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করতে তিনি এলাকা এবং হাটের উন্নয়নের জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম বলেন,অভিযোগটি গতকাল বিকেলে আমার কাছে এসেছে,বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মো: আ: হামিদ
মধুপুর প্রতিনিধি, অনাকান্তির কন্ঠ
০১৭১৮১৮৭৫০৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © 2019
Design by Raytahost