মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব বাঁশপাড়ার কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী জসিম উদ্দিন মজুমদার উপজেলার সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ফ্রান্স প্রবাসী জসিম উদ্দিন মজুমদার মুঠোফোনে শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। তিনি কান্নাজড়িত কন্ঠে আরো জানান, প্রতিবারের মত এবারের ঈদটাও খুব একা একা লাগছে. আর লাগবে নাইবা কেন, পরিবার’র কাছ থেকে হাজার হাজার মাইল দূরে বসে আছি জীবন ও জীবিকার তাগিদে। কিন্তু আর যেন পারছি না, পরিবারকে কখনো এমন করে মিস করিনি যেমনটা উপলব্দি করছি৷ প্রবাসীদের ঈদ মানেতো শুধু চোখের পানি আর দীর্ঘশ্বাস!!!!