দক্ষিণ আইচা’য় চার্চ অব বাংলাদেশের সম্পত্তি দখল হওয়াতে ছিন্নমূল পরিবারের মানববন্ধন-অনাকান্তির কন্ঠ

এস হাসান লিটন ভোলা প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৯ বার পঠিত

বেসরকারি সংস্থা কোষ্ট ট্রাস্টে জোর পূর্বক ৭০ শতাংশ জমি দখল করাতে চরকচ্ছপিয়া কলোনীর জমিগুলো ফেরতের দাবিতে ভোলা দক্ষিণ আইচা থানা চরকচ্ছপিয়া ছিন্নমূল পরিবারের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


বৃহস্পতিবার বেলা ১২টায় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মোড়ে চার্চ অব বাংলাদেশ কলোনীর ছিন্নমূল পরিবারের সদস্যরা ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে।

মানব বন্ধন চলাকালে ভুক্তভোগী কলোনীর সভাপতি ছায়েদ ফরাজী , ফজলে করিম , হাবিবুর রহমান ও শাহাজান সহ আরো অনেক ভুক্তভোগীরা বক্তব্য রাখেন।


এসময় বক্তরা বলেন, চর কচ্ছপিয়ার বহিরাগত সিরাজ দালাল সহ কোষ্ট ট্রাষ্ট চার্চ অব বাংলাদেশের জমি জবরদখল করে নেয়। শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কলোনীর ছিন্নমূল কোমলমতি শিশুদের পড়াশোনার বিদ্যালায়টি পরিনত করে কোষ্ট ট্রাষ্টের অফিস হিসাবে, এবং খেলার মাঠে বিভিন্ন রকম ফসলাদি চাষ করে, কবর স্থান,হিন্দুদের শশ্মান সহ কাটা তারের বেড়া দিয়ে ছিন্ন মূল পরিবারের মানবাধিকার লঙ্ঘন করিতেছে, ভয়ভীতি ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করতে চেষ্টা করেন। বিভিন্ন পএ পএিকাকে অযথাই মামলার হুমকি সহ সত্য কে মিথ্যা বানানোর চেষ্ট।

তাই আমারা চার্চ অব বাংলাদেশর জমিগুলো পুনরায় ফেরত পেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে ছিন্নমূল ভুক্তভোগী পরিবারের নারী-পুরষরা অংশ গ্রহণ করেন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর