ছাগলনাইয়ায় নানান আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত- অনাকান্তির কন্ঠ

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৬ বার পঠিত

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন সোমবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা আ’লীগ এর উদ্যোগে ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী’র সহায়তা দুস্থ্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদ জামে মসজিদ এর খতিব মাওলানা আতাউল্যাহ্ সিফাত’র পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলা আ’লীগের সভাপতি নিজামউদ্দিন মজুমদার’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুল বাকী শিমুল চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ সেলিম, ঘোপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, শুভপুর ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও ওয়ার্ড মেম্বার আবুল কালাম মাস্টার।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এতে আরো উপস্থিত ছিল উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমতউল্যাহ্ ভুঁইয়া, শুভপুর যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, কামালউদ্দিন পাটোয়ারী খোকন সহ উপজেলা আ’লীগের সহযোগি সংগঠনের সকল নেতাকর্মি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর