সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া মীর শপিং কমপ্লেক্স (৩য় তলা) বিশিষ্ট ব্যবসায়ী চয়েজ সুজ’র সত্বাধিকারি মোঃ ইয়াছিন (৪০) ভন টিউমার এ আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অত্র হাসপাতালের ভন টিউমার বিশেষজ্ঞ ডাঃ সালেহীন আহম্মদ এর তত্বাবধানে ১০ দিন যাবত চিকিৎসা চলছে। অসুস্থ মোঃ ইয়াছিন জানান, আর কতদিন চিকিৎসা চলবে জানিনা। তিনি আরো জানান, আরোগ্য লাভের জন্য আমার এলাকাবাসি, সকল বন্ধু বান্ধব, বাজারের সকল ব্যবসায়ী, কাষ্টমার, শুভাকাংখী সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা চেয়েছেন।