সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় এক মানববন্ধন শেষে স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক। আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কন্যা আগামি দিনের নারী। কন্যা একটি জাতির প্রায় অর্ধেক জনগোষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক ও শিক্ষিত সমাজ ব্যবস্থায় গড়তে পারলেও আমাদের কন্যারা পিছিয়ে পড়েন অবজ্ঞা, বঞ্চনা ও বৈষম্যমূলক মনোভাবের কারনে। আর তাই কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর ”জাতীয় কন্যা শিশু দিবস” হিসেবে পালন করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতী গাছের চারা বিতরন করেন আগত অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিল পরিষদের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ আরো অনেকে।