সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন অলিগলিতে গড়ে উঠেছে বহুতল ভবন. যার নাই কোন বৈধতা, নাই কোন পৌরসভার অনুমোদন। তাই ছাগলনাইয়া পৌরসভার মানবিক মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম. মোস্তফা’র অফিসিয়াল ফেইজে পৌরবাসির জ্ঞাতার্থে একটা স্ট্যাটাস দিয়েছেন. যাহা নিম্মে তুলে ধরা হলঃ
প্রিয় পৌরবাসী,
ছাগলনাইয়া পৌর এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাগলনাইয়া পৌরসভায় গত এক যুগে গড়ে ওঠেছে অসংখ্য বহুতল ভবন। তার মধ্যে ৮৫ শতাংশ বহুতল ভবনের বৈধ অনুমোদন নেই। মালিকেরা সরকারি ভবন নির্মাণ বিধি না মেনেই নিজেদের খেয়াল খুশি মতো তৈরি করছে ভবনগুলো। এতে এ সকল ভবনে বসবাসরত মানুষেরা রয়েছে চরম ঝুঁকির মধ্যে। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভা থেকে নকশা অনুমোদন করাসহ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কিছু ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাষন, রাস্তা থেকে দূরত্ব বিল্ডিং কোড বিধি নিষেধ মেনে চলার বিধান রয়েছে। কিন্তু ছাগলনাইয়া পৌর শহরের নির্মাণাধীন বহুতল ভবনের মালিকেরা এসব নীতিমালা তোয়াক্কা না করেই ভবনগুলি নির্মাণ করে যাচ্ছেন। ইতিমধ্যেই অবৈধ ভবনের তালিকা তৈরির কাজ চলছে।
বর্তমানে বহুতল ভবন করতে হলে অবশ্যই সরকারি আইন কানুন মেনে নিয়মের মধ্যে করতে হবে, এর ব্যতিক্রম করার কোন সুযোগ নেই। উল্লেখ্য যে, অনেকই বিভিন্ন ইঞ্জিনিয়ার এর মাধ্যমে প্ল্যানিং করে মনে করছেন এটা মনে হয় অনুমোদন, আসলে এটা অনুমোদন না। আপনারা পৌরসভায় এসে অনুমোদন নিতে হবে। অনেকেই পৌরসভার অনুমোদন পাইয়ে দিবে বলে টাকা নিচ্ছে কিংবা আপনারা দিচ্ছেন. তাদের সাথে পৌরসভা কর্তৃপক্ষের কোন সংশ্লিষ্টতা নেই। আপনাকে অবশ্যই পৌরসভার ইঞ্জিনিয়ার মাধ্যমে যাবতীয় কার্য সম্পাদন করে অনুমোদন নিতে হবে।