জমি সংক্রান্ত বিরোধের জেরে
সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।
শনিবার ৯ জানুয়ারী সকাল সাড় ৯ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে । খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা ও বিভিন্ন হাসপালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের মো.রমজান মুন্সীর সাথে তার চাচাতা ভাই সাহাবুদ্দিন মুন্সীর সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবৎ। সেই সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় । এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন নিশ্চিত করে জানান,জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সামান্য মারামারি হয়েছে । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে । এখনো কোন পক্ষ অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নিব ।