শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৭৬ বার পঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে এক হাজার পাচঁশত জনকে জাতীয় পরিচয় পত্র (NID) স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারী সোমবার সকালে ভাগ্যকুল ইউনিয়ন কামারগাঁও আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এক হাজার পাচঁশত জন ভোটারের মাঝে নতুন স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত ।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ সচিব মোঃ হামিদুল হক, ভাগ্যকুল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোসাঃ রাবেয়া আক্তার, ইউপি সকল সদস্য, ও গ্রাম পুলিশ সহ আরো প্রমুখ।
ভাগ্যকুল থেকে স্মার্ট কার্ড নিতে আসা সিমু আক্তার জানান, স্মার্ট কার্ডের কথা অনেক আগে শুনেছিলাম। কিন্তু চোখে দেখিনি। আমরা কখন পাবো এর জন্য অপেক্ষার প্রহর গুনছিলাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কোনরকম হয়রানি ছাড়াই স্মার্ট কার্ড পেয়ে এখন খুব ভালো লাগছে।
দক্ষিণ মান্দ্রা এলাকা থেকে স্মার্ট কার্ড নিতে আসা ইমন হোসেন জানান, স্মার্ট কার্ড নেয়ার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও কার্ডটি হাতে পেয়ে অনেক খুশি হয়েছি।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত জানান, স্মার্ট কার্ড বিতরণ কাজে অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য, সাধারন ভোটারসহ সকলের সহযোগীতায় এ পর্যন্ত এক হাজার পাচঁশত, স্মার্ট কার্ড সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর