মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় ৬০বছর বয়সী বৃদ্ধাসহ ৩ জন আহত হয়েছে। রোববার ১০ জানুয়ারী সকাল ৮টায় উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোনয়ারা বেগম(৬০), সায়েদ মোল্লা(৭০), সুলতান মোল্লা(৩২)।
আহত মোনয়ারা বেগমের ভাই নাছির আকনদ ও স্থানীয়রা জানান, গত কয়েদিন ধরে সায়েদ মোল্লার সাথে তার ভাই জাহের মোল্লার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার সকালে সায়েদ মোল্লা চায়ের দোকানে গেলে জাহের মোল্লা(৩৫), জাকির মোল্লা(৪৮), তাসের মোল্লা অতর্কিত ভাবে সায়েদ মোল্লাকে মার ধর শুরু করলে তার স্ত্রী ও ছেলে এগিয়ে আসলে তাদেরকেও বেধরক মারধর করা হয়। এতে বৃদ্ধা মোনয়ারা বেগমের মাথা ফেটে যায়। পরে জাহের মোল্লার ভাড়া করা লোক মজনু খান তার দলবল নিয়ে নাসির আকনের দোকানে হামলা ও বাড়ীতে গিয়ে প্রান নাশের হুমকি দেয়।
আহতরা সকলে সিরাজদিখান উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালালউদ্দিন বলেন, আভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।