সিরাজদিখানে মসজিদে নামাজ নিয়ে দ্বন্দ্বে হামলা আহত ৪

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান থেকে
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৫১৬ বার পঠিত

:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মসজিদে নামাজ পড়া নিষেধ করার জেরে হামলায় আহত হয়েছে ৪ জন।

রোববার ১০ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলার মোড়ে ডালি বাড়ির সামনে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোতালেব ডালি (৫০) নামে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ হয়েছে।

এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানাযায় উপজেলার দানিয়াপাড়া ডালি বাড়ি জামে মসজিদের ইমামকে নিয়ে মসজিদ কমিটির দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। এ অবস্থায় কাদির ডালি, মোতালেব ডালি, খালেক ডালি গংদের রসিদ ডালি,মোস্তফা ডালি,বিল্লাল ডালি গংরা ডালি বাড়ি জামে মসজিদে নামাজ পরতে নিষেধ করে তার পরও যদি নামাজ পরতে আসে তাহলে রসি দিয়ে বেধে রাখার হুমকি দেয়। মোতালেব ডালি এ কথার প্রতিবাদ করলে এক পর্যায়ে তাদের উপর হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে।

আহত মোতালেব ডালি জানান আমার বড় ভাইয়ে সাথে বিল্লাল ডালির কথা কাটাকাটি হলে আমার বড় ভাইয়ের উপর হামলা চালায় আমি বাচাতে গেলে আমাকেও হামলা করে রক্তাক্ত জখম করে।

এবিষয়ে রসিদ ডালির কাছে জানতে চাইলে তিনি জানান আমরা তাদের হামলা করিনি তাহারাই দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। নামাজের বিষয়ে জানতে চাইলে বলেন কাদির ডালি মসজিদে জমি বিক্রি করে দিয়েছে তাই তাদের মসজিদে আসতে নিষেধ করেছি।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান উভয় পক্ষ অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর