:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হওয়ার ৩২ দিন পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৩ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় এসআই রিপন খান তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার সিডিআর এর মাধ্যমে মুন্সীগঞ্জ জেলখানা সংলগ্ন পিছনে অভিযান চালিয়ে রংয়ের কাজ করা অবস্থায় মো: রাহাত (২২) কে উদ্ধার করেন। পরে নিখোঁজের বাবা মো: আমির হোসেন এর নিকট বুঁজিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য গত ১২ ডিসেম্বর ২০২০ ইঃ তারিখে উপজেলার ইছাপুরা ইউনিয়ণের চন্দনধুল গ্রামের মো: আমির হোসেনের ছেলে মো: রাহাত (২২) বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে বাড়ি ফিরে না আসলে স্বজনেরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে নিখোঁজের বাবা আমির হোসেন সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরী করেন যাহার নং ৬৮৩
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান বাবা সাথে রাগ করে বাড়ি থেকে চলে যায়।পরে বাবা এসে থানায় জিডি করেন আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করে ছেলের বাবা আমির হোসেন এর নিকট ছেলে রাহাতকে বুজিয়ে দেই।