নারায়ণগঞ্জে সমগ্র দেশের এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় জন্মজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ জানুয়ারি দিনব্যাপী নারায়ণগঞ্জের সায়রা গার্ডেনে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে আনন্দ উৎসব মুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সারাদেশ থেকে দুই হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন তৃতীয় বারের মতো অনুষ্ঠিত এ আয়োজনে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেফেল ড্র মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।
গত ২০১৯ সালে এই দিনে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘এসএসসি ০৬ অ্যান্ড এইচএসসি ০৮, স্টুডেন্ট অব বাংলাদেশ’ এর যাত্রা শুরু হয়। গ্রুপে সদস্য রয়েছেন প্রায় এক লাখ। দেশের প্রতিটি জেলা থেকেই অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা।
স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এ আয়োজনে।
আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যাই দেশের বিভিন্ন প্রান্তে। করোনাকালে দেশের প্রায় ৩৬টি জেলায় এবং ২৪ জন বন্ধুকে সহায়তা করা হয়েছে। পাশাপাশি গত এক বছরে ব্লাডলিঙ্ক ০৬০৮ এর মাধ্যমে প্লাজমা ও রক্ত দান করা হয়েছে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহায়তা। শীতার্তদের মাঝে শীববস্ত্র বিতরণ করেছেন এ ব্যাচের শিক্ষার্থীরা।
ভবিষ্যতেও মানবিক এসব কর্মকাণ্ডে ০৬-০৮ এর শিক্ষার্থীরা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।