(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিকল্পধারা বাংলাদেশ কেয়াইন ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার নিমতলা জেড এইচ শিকদার শপিং কমপ্লেক্স এর সামনে এই সভা অনুষ্ঠিত হয়।সিরাজদিখান বিকল্পধারার সিঃযুগ্ন আহবায়ক মোঃ বজলুর রহমান বেপারীর সভাপতিত্বে ও বিকল্প যুবধারার সিরাজদিখান উপজেলার যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান রশিদ এর সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়
এসময় উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান শাখার প্রধান উপদেষ্টা এটি এম রুহুল আমীন, মোঃ আসাদুজ্জামান বাচ্চু(সভাপতি বিকল্প যুবধারা কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিকল্পধারা বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটি)
,ইলিয়াস হোসেন শাওন(যুগ্ন সাধারণ সম্পাদক বিকল্প যুবধারা কেন্দ্রীয় নির্বাহী কমিটি ) ,মোঃ শেখ মহিউদ্দিন সায়েম ( সদস্য সচিব বিকল্প যুবধারা সিরাজদিখান উপজেলা শাখা) আরিফ হোসেন বেপারি( যুগ্ন আহবায়ক বিকল্প যুবধারা সিরাজদিখান উপজেলা শাখা), মোঃ মাসুদ বিন গণি, (যুগ্ন আহবায়ক বিকল্প যুবধারা, সিরাজদিখান উপজেলা শাখা)
আখি করিম,(মহিলা বিষয়ক সম্পাদক বিকল্প যুবধারা কেন্দ্রীয় নির্বাহী কমিটি) প্রধান সমম্নয়ক প্লান-বি সিরাজদিখান উপজেলা শাখা মোঃ সাইফুল ইসলাম পিন্টুসহ বিকল্পধারা সদস্য বৃন্দ।