:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত
যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ১৬ জানুয়ারী উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতীপাড়া ঢাকা- মাওয়া মহাসড়কের সংলগ্ন পুর্ব পাশে খালে ভাসমান অবস্থা অজ্ঞাত যুবকের (২২) লাশ এলাকাবাসী ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি।লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।