মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভেকু চালিয়ে রাস্তার ক্ষতি ভেকু নিয়ে পালালো কন্ট্রাক্টরক্ষতি পূরন না দিয়েই, এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৪১৮ বার পঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের সিংপাড়া-কোলা সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ভেকু চালিয়ে কোটি টাকার সরকারী রাস্তার ক্ষতি সাধন করার পর মেরামতের ক্ষতি পূরণ না দিয়েই ভেকু নিয়ে পালিয়েছে মঞ্জু মোল্লা নামে এক কন্ট্রাক্টর। এতে করে ক্ষোভ প্রকাশ করেছে ওই এলাকার স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসীর তোপের মূখে গত বৃহস্পতিবার রাস্তা মেরামতের ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করার পরও কন্ট্রাক্টর মঞ্জু মোল্লা কিভাবে ভেকু নিয়ে পালিয়ে যায় এমনটাই প্রশ্ন স্থানীয়দের। এই রাস্তার সংস্কার কাজ আবার কবে নাগাদ হবে এ নিয়েও রয়েছে সংশয় এলাকাবাসীর। এদিকে বৃহস্পতিবার কোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ইউপি সদস্য ও এলাকাবাসীর সামনে রাস্তাটির ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করার পর কন্ট্রাক্টর মঞ্জু মোল্লার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কাউকেই কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি।

সিরাজদিখান (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. সাব্বির হোসাইনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই খানকার লোকজনের সাথে আমার যোগাযোগ আছে, ভেকুটি কোথায় আছে খুঁজে বের করা যাবে। অসুবিধা নেই, তারা আমাদের রাস্তা নস্ট করেছে তারা ঠিক করে দিবে। এতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রয়োজন নেই!

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর