মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার২৫ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৮ টায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যপাড়া বাজারের পশ্চিম পাশে দেলোয়ার শেখের মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তা থেকে এসআই অনিল চন্দ্র সঙ্গীয় এএসআই মো: মনিরুজ্জামান ও ফোর্স সহ অভিযান চালিয়ে মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালবদিয়া গ্রামের সানাউল্লাহ শেখের ছেলে মোঃ রুবেল শেখ (৩২) কে মাদকদ্রব্য বিক্রির সময় ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী রুবেল শেখ কে গ্রেফতার করি।আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।