সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৮ টায় কেয়াইন ইউনিয়নের জামিয়া মোহাম্মাদিয়া বিক্রমপুর নিমতলা মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার ছাত্র সহ ৩ শত হতদরিদ্রদের মাঝ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির স্বেছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুর উদ্যাগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেদ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ, স্বেছাসেবক দলের ভাইস চেয়ারম্যান আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, বিএনপি নেতা আশরাফ হোসেন যন্টু, ছাত্রদল নেতা মুন্নাসহ স্থানীয় নেতাকর্মীরা।