সিরাজদিখানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান থেকে
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৪৭৮ বার পঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে “নো-মাস্ক নো-সার্ভিস” সরকারী নির্দেশনা বাস্তবায়ন ও মূল্য তালিকা না থাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে সিরাজদিখান বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বাজার মনিটরিং করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং ১০ জন দোকানীকে মূল্য তালিকা না থাকায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ও ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোট ১০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

প্রতিদিনের কাজের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর