“তুমি ব্যর্থ তোমার অর্থ যদি মানব কল্যাণে না আসে”এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে জেলায় গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন- আমরা বিক্রমপুরের পোলাপাইন- এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৯ জানুয়ারী বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে আবদুল মোন্নাফ আর্দশ কিন্ডারগার্টেনে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
অসহায়কে সহায়তা ও মানুষ মানুষের জন্য এই ভাবনা থেকেই বিক্রমপুরের পোলাপাইন ফেসবুক গ্রুপের এর মাধ্যমে একটি কমিটি করে। প্রধান উদ্যোক্তা রাজু আহমেদ এর সভাপতিত্বে অর্থ সংগ্রহ করা হয়। দেশে এবং দেশের বাহিরে অনেক প্রবাসী ভাই বোনেরা অসহায় কে সাহায্য করার জন্য অর্থ নিয়ে এগিয়ে আসে। পরবর্তীতে এই অর্থ দিয়েই কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়ছে মুন্সীগঞ্জ ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়।
সেই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সায়াহ্ন যূথিকা এর সঞ্চালনায় সাবেক বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য মাহী বি চৌধুরীর এ পি এস বিকল্প যুবধারার
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, সমাজ সেবক জামাল উদ্দিন জুয়েল,
ফারক মেম্বার,সিরাজুল ইসলাম লিটন,কাজী সোহেল নূর,ফেরদৌস,আজিজ,মনির হোসেন,সালাউদ্দিন,মোঃ আশরাফুল (প্রভাষক)আখিখান,দেলোয়ার,নাজমুল,আসলাম টনি,তানভীর আহমেদ,
মেহেদী আহমেদ উজ্জ্বল,সূবর্না নার্গিস,উপমা,মুনিয়া,সাগর, জুয়েল রেজা,মাহিম,সাকিল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।