কক্সবাজার চকরিয়া উপজেলার জাগবে স্বপ্ন বাঁচবে মানবতা
মানবতা ছড়িয়ে পড়ুক সর্বস্তরে,
২৯/০১/২০২১ তারিখ চকরিয়া উপজেলার অন্তর্গত কোণাখালী ইউনিয়নে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া ১৮টি পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন” (চকরিয়া ইউনিট)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠন এর দপ্তর সম্পাদক ও ইউনিট মডারেটর মোহাম্মদ আইয়ুব (জয় খান), ইউনিট প্রধান শামিমুল করিম, সিস্টার কো অডিনেটর প্রিয়াংকা চৌধুরী, অর্থ সম্পাদক ইসুমনি আফরোজ, সাংস্কৃতিক সম্পাদিকা জন্নাতুল ফেরদৌস রিয়া ও প্রচার সম্পাদক হান্নান সৌরভ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তানিমা ওয়াহিদ আপুকে মানবিক কাজে সহযোগিতা ও উৎসাহিত করার জন্য। পুড়ে যাওয়া ঘর গুলো নতুন করে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পরিবার গুলোর অনেক কিছু প্রয়োজন। বিশেষ করে মানুষের নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র গুলো ব্যাপক ঘাটতি আছে। এখনও পর্যন্ত পরিবার গুলো মাথা গুজার ঠাঁই হয়নি, খোলা আকাশের নিচে সবাই মানবেতর জীবনযাপন করছে। সানরাইজ পরিবারের পক্ষ চকরিয়া উপজেলাসহ সর্বস্তরের গণমানুষের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ান।