মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে খাসমহল বালুচর প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ইন্টার মিলান ও এ্যাটলেটিকো মাদ্রিদ। উত্তেজনা পূর্ণ খেলায় এ্যাটলেটিকো মাদ্রিদ ২ -১ ইন্টার মিলান গোলে জয়লাভ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাবুল‚মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মাসেদ রানা মাসেদ, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মহোদয়ের পরিকল্পনা কমিটির সিরাজদিখান শাখার সভাপতি সাইফুল ইসলাম পিন্টু,উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য আরিফ রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কামাল হোসেন লাল,বালুচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্টু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।