ইউপি সদস্য পদপ্রার্থী রিয়াজ মাহমুদ মান্নান প্রচার প্রচারণায় এগিয়ে
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাথে সাথে ইউপি সদস্য পদ প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারা বাহিকতায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী সিরাজদিখান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ মান্নান (৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার স্থানীয় ভাবে প্রচারণা চালিয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট গ্রামে (৭নং ওয়ার্ড) এলাকায় সমর্থকদের সাথে নিয়ে ওই এলাকার স্থানীয় লোকজনের বাড়ী বাড়ী গিয়ে প্রচারণা চালান তিনি। এবং বিকালে চিত্রকোট গ্রামে চৌকিদার বাড়ি সংলগ্ন স্থানে উঠান বৈঠক করেন।
এসময় ইউপি সদস্য প্রার্থী রিয়াজ মাহমুদ মান্নান সকলের কাছে দোয়া ও সমর্থন কামণা করেন। প্রচারণাকালে তার সাথে ছিলেন
সিরাজদিখান থানা বিকল্প যুবধারার যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম লিপু, চিত্রকোট ইউনিয়নর বিকল্প যুবধারার আহবায়ক মো.মিলন মোল্লা,চিত্রকোট ইউনিয়নর বিকল্প যুবধারার যুগ্ন আহবায়ক কাজল মন্ডল,বিকল্প যুবধারার যুগ্ন আহবায়ক নূর হোসেন,চিত্রকোট ইউনিয়নের শ্রমিক লীগের দপ্তর সম্পাদক সুব্রত মাঝি,আলি আহমেদ, কমল মন্ডল,শেখ ফরিদ,ইমন হোসেন প্রমূখ।