শ্রীনগরে তারেক রহমানের নামে মিথ্যা রায়ের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিলঃ
(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ-৷শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে শ্রীনগর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪.০০ ঘটিকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরমান হোসেন লিমন,
ও সঞ্চালনায় ছিলেন সরকারি শ্রীনগর কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমন, এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিমন হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, আকাশ, দেওয়ান, জয়, রিজবি রিয়াদ, রাকিবুল ইসলাম, তামিম, রবিন, রিয়াদ, সবুজ, নাদিম, রাহাত, সিয়াম প্রমুখ।