সিরাজদিখান প্রেসক্লাবে সাংবাদিক লিংকনের জন্মদিন
পালিত
(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রেসক্লাবে সাংবাদিক মোঃ হামিদুল ইসলাম লিংকনের জন্মদিন উদযাপন। রবিবার ১৪ ফেব্রুয়ারী দুপুর ১২টায় সিরাজদিখান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে কেক কেটে এই জন্মদিন উদযাপন করা হয়। লিংকন ১৯৯২ সালের ১৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ বিক্রমপুরের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন । পিতা মরহুম আব্দুল হালিম খাঁন ও মাতা মোছা: রাহিমা বেগম। দুই ভাই-বোনের মধ্যে লিংকন ছোট। ২০০৮ সালে এস,এস,সি, ২০১০ সালে এইচ,এস,সি ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি,বি,এ এবং ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এম,বি,এ পাশকরেন । বর্তমানে ঢাকা’ল কলেজ এল,এল,বি অধ্যয়নরত । দৈনিক নব বানীর স্টাফ রিপোটার হিসাবে সাংবাদিকতা শুরু করে বর্তমানে তিনি জাতীয় দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি অবজারভার পত্রিকাসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত আছেন। সৎ, সাহসী ও নির্ভিক সাংবাদিক হিসাবে বেশ সুপরিচিতি রয়েছে।
জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাবেক সভাপতি কেএন ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সালাউদ্দিন সালমান, কোষাধ্যক্ষ হাজী নাজমুল মোল্লাহ, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, ইসমাইল খন্দকার, আরিফ হোসেন হারিছ, আজিম হাওলাদার, মিজানুর রহমান,আমির হোসেন ঢালী প্রমুখ।