সিরাজদিখানে মাটিকাটা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪৪ বার পঠিত

সিরাজদিখানে মাটিকাটা বন্ধের দাবীতে মানববন্ধন

(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালি উত্তোলন,মাটি কাঁটা,৩-ফসলি জমি রক্ষায় ও ইট ভাটা বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে। এসময় মানববন্ধন কারীদের কর্মসূচি পালনে বাঁধা প্রদান করেন মাটিদস্যুরা। সোমবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধণ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ্য জমি মালিকরাসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধন কারীরা বলেন, কৃষিজমি থেকে স্থানীয় ভূমিদস্যু ও মাটিদস্যুরা খিদিরপুর,চন্ডিবর্দ্দি,নয়াগাও বাজার,রামকৃষ্ণদি,কংশপুরাসহ বিভিন্ন গ্রামের মাটি প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে । তারা বেকুুর দিয়ে জোর পূর্বক কৃষিজমির মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে। ফলে তিন ফসলি কৃষিজমি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এ অবস্থা দীর্ঘ ১০ ববছর যাবত চলে আসছে । এতে করে হুমকিতে পড়েছে জাতীয় গ্রীডের বিদ্যুৎতের টাওয়ার,পল্লী বিদ্যুতের খুঁটিসহ হুমকিতে রয়েছে বসতবাড়ী ধুলাবালিতে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে পরিবেশ। মাটিকাটার বন্দের বিষয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের একাধিকবার অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কেউ বাঁধা দিলে তারা প্রাননাশের হুমকিসহ নানা ধরনের ভয়বীতি প্রদর্শন করে মাটি দস্যুরা ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর