বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

(দিনাজপুর)সংবাদদাতাঃ
দিনাজপুরের বীরগঞ্জে ক্যাভার্ড ভ্যান এবং কাঠবাহী পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর থানার জগন্নাথপুর বাহাদুর পাড়ার ইমাম উদ্দিনের ছেলে সুবেল (২২) ও একই গ্রামের মফিজুলের ছেলে নুর আলম(১৮)। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের পাঁচপীর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ক্যাভার্ড ভ্যান এবং কাঠবাহী পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে রাস্তার ধারে ধান ক্ষেতে পড়ে যায় গাড়ি দুটি। সংবাদ পেয়ে ফায়ার স্টেশন এসে উদ্ধার কাজে অংশ নেন।

বীরগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন জানান, ঘটনাস্থল হতে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে সংবাদ জানতে পেয়ে বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামানের নেতৃত্বে কনেস্টেবল মামুন ও বিপুল সহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাইওয়ে পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় লাশ শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর