লৌহজংয়ে মাদক,সন্ত্রাস, নাশকতা ,জঙ্গীবাদ,বাল্য বিবাহ ও ইভটিজিং নির্মূলে ওয়াড সভা অনুষ্ঠি।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে কাজির পাগলা গ্রাম বাসীর আয়োজনে শুক্রবার বিকেলে কাজির পাগলা স্কুল মাঠে মো: ফজল ইসলামের সভাপত্বিতে মাদক,সন্ত্রাস,নাশকতা,জঙ্গীবাদ,বাল্য বিবাহ ও ইভটিজিং নির্মূলে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব আলহাজ্ব আবুল বাশার,বিশেষ অতিথি হিসাবে উপস্থি’ত ছিলেন লৌহজং থানা অফিসার (তদন্ত) হাফিজুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম,মেদেনীমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: আশরাফ হোসেন খান ,সাহাবুদ্দিন খান বাবু, সুজন সহ স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় নেতৃকর্মীরা।
এইসময় উপস্থিত জনতা অতিথিদের নিকট মাদক ব্যাবসায়ী কামরুল এর থেকে যুব সমাজ কে বাচাঁনোর আহব্বান জানায় এলাকাবাসী । তারা অভিযোগে করেন কাজির পাগলা গ্রামের আবদুল জলিলের পুত্র কামরুল (৩৮) এলাকায় সন্ত্রাস,চাঁদাবাজ,মাদকের আখড়া তৈরি করেছে। নিরহ মানুষের জমি-জমা জোর করে দখল থেকে শুরু করে সকল অপরাধের সাথে জরিত কামরুল।
দিন দিন তার অত্যাচারে মাত্রা বেরেই চলছে।তার অত্যাচারে এলাকার মানুষ ভীত,নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ।কামরুল এর হাত থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের হস্তক্ষেপ কমনা করে এলাকাবাসী।