আল্লামা নূর হোসাইন কাসেমী এর জীবন, কর্ম ও চিন্তাধারা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে
(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সিরাজদিখানে আল্লামা নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি এর জীবন, কর্ম ও চিন্তাধারা শীর্ষক আলোচনা সভা ও খতমে বোখারী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার ১ লা মার্চ সকাল ৯ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের
সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসা প্রসঙ্গে প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা বশির আহমদ দাঃ বাঃ।
প্রিন্সিপাল ও শাইখুল হাদিস এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকালে আসর বাদ খতমে বুখারী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস আল্লামা ওবাইদুল্লাহ ফারুক দাঃ বাঃ।
আরো উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, বাতিলের আতংক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী দাঃ বাঃ।
আরো উপস্থিত থাকবেন বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব। আরও উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি দাঃ বাঃ। আরো উপস্থিত থাকবেন মুফতি মকবুল হুসাইন, মুফতি মনির হোসেন কাসেমী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সহ জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস গণ। এছাড়া দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।
উক্ত আলোচনা সভায় ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।