সিরাজদিখানে ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ এর আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তালতলা বাজারের মুক্তিযোদ্ধা ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল ইসলাম আমিন, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মনির হোসেন,আরিফ হোসেন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক জামান লেরু, বাপ্পি দে,ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মামুন হোসেন, তাতী লীগ আহবায়ক লালন দেওয়ান ,যুগ্ম-আহবায়ক মিন্টু মোল্লা,আরিফুর রহমান মিদুল প্রমুখ।