সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের জন্মদিন পালিত
(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি জাবেদুর রহমান যোবায়েরের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক আজাদ নাদভী, সদস্য মোহাম্মদ রোমান হাওলাদার, আরিফ হোসেন হারিছ, হামিদুল ইসলাম লিংকন। এছাড়া অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মো. জামাল মাদবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামাল হোসেন লাল, সাবেক ছাত্র নেতা জয়ন্ত ঘোষ প্রমূখ।