মুন্সিগঞ্জে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার ভেঙে পরে আহত ৩
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিমূলীয়া নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার ঘরের চালার উপর ভেঙে পড়েছে। দুমড়ে মুচড়ে নীচের দিকে দেবে গেছে চালা।
। এসময় ঘরের ভিতর চাপা পরে তিন ব্যক্তি আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার বিকেল ৪টার শিমুলিয়া গ্রামের হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পদ্মা সেতুর পাশ দিয়ে পদ্মা নদীর উপর জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছে দীর্ঘ দিন ধরে। ২১ ফেব্রুয়ারী রবিবার পদ্মা নদীর আধা কিলোমিটার দূরে ভূমির উপর শ্রমিকরা একটি বিদ্যুৎ টাওয়ারের নির্মাণ কাজ করছিল। বিকেল ৪ টার দিকে হঠাৎ করে নির্মাণাধীন টাওয়ারটি ভেঙে পরে পাশের বাড়ির ঘরের উপর। এসময় ঘরের ভেতর চাপা পড়ে আহত হয় শিমুলিয়া গ্রামের রুবেল বেপারীর মেয়ে জান্নাতুল ফেরদুস(১১) বাচ্চু বেপারীরর ছেলে জুয়েল বেপারী(২৬) ও রুবেল বেপারীরর স্ত্রী রুমা বেগম (৩০)।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতা কারনে কাজ করতে গিয়েই টাওয়ারটি ভেঙে পড়েছে। ঘটনার পর পর শ্রমিকরা পালিয়ে যায়।