মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৯ মোটর সাইকেল আরোহীর জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭০ বার পঠিত

সিরাজদিখানে ১৯ মোটর সাইকেল আরোহীর
জরিমানা

(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল আরোহীরা হেলমেট না পরায় ১৯ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলার মোড়ে সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হেলমেট পনিধান না করায় সড়ক পরিবহন আইন-২০১৮এর ৪৯ (১) (চ) ধারা লংঘনের দায়ে, ৯২ (১) ধারায় দন্ডে মোট ১৯ জন আরোহীকে ৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

এসময় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে সে ক্ষেত্রে মোটর সাইকেল আরোহীদের বাধ্যতামূলক এছাড়া তার সাথে সহযোগী দ্বিতীয় যে ব্যক্তি থাকবে তারও বাধ্যতামূলক হেলমেট পড়তে হবে। তা না হলে কঠোর হাতে আমরা ব্যবস্থা নিব। জনগণের সুরক্ষা এবং ভালো থাকে সে ক্ষেত্রে আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং ভবিষ্যতেও চলমান থাকবে

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর