লৌহজংয়ে অগ্নি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাটি গ্রামে গত ২১ শে ফেব্রুয়ারী রাত ৩ দিকে অগ্নিকান্ডে ঘটনা ঘটে।ব্রীজের পাশের ৫ টি ঘর,৫টা দোকান ক্ষতিগ্রস্থ হয়।ক্ষতিগ্রস্থ হলেন হযরত আলী ১ টি ঘর,মোঃঅহিদের ১টি ঘর,,মোঃইউসুফের ৩ টি ঘর।৫টি দোকান ক্ষতিগ্রস্থ হলেন মোঃশাহাদাত,শান্ত,ছালমা বেগম,খালেক শেখ,ও ফারুক।২৬ তারিখ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অগ্নি কান্ডের এই ৯ টি পরিববারে মাঝে ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য সাগুফপ্তা ইয়াসমিন এমিলি।এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ন কবির,উপজেলা পরিষদে চেয়ারম্যান ওসমানগনি তালুকদার,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রশিদ শিকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম,কনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ