শ্রীনগরে সেবা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
গত মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পযর্ন্ত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন এর বিবন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সেবা জেনারেল হাসপাতালের
পক্ষ থেকে প্রায় ২০০ জন মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ এস.এম রাশেদুল হাসান (রাশেদ) এমবিবিএস(ঢাকা),বিসিএস (স্বাস্থ্য), পিজিটি(মেডিসিন), এফসিপিএস(মেডিসিন)-
এফপি, সিসিডি (বারডেম হাসপাতাল) ঢাকা মেডিকেল হাসপাতাল ঢাকা,
ডাঃতৃণা চক্রবর্তী
স্ত্রী, গাইণী ও প্রসূতি বিশেষজ্ঞ ও সনোলজিস্ট।
এমবিবিএস, ডিএমইউ(ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড),এবডোমিনাল আল্ট্রাসাউন্ড (লিভার,কিডনি,অগ্নাশয়,মূত্রথলি প্রোস্টট)প্রেগনেন্সী প্রোফাইল, জরায়ু আল্ট্রাসাউন্ড, ব্রেস্ট আল্ট্রাসাউন্ড, থাইরয়েড আল্ট্রাসাউন্ড।
এই সময়ের উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল সহ হাসপাতালের স্বাস্থ্য কর্মী গন।