মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন
শুক্রবার সন্ধ্যায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে মুন্সীগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।
চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর মোহাম্মদকে আহবায়ক ও কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেনকে সদস্য সচীব করে এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির আহবায়ক নূর মোহাম্মদ বলেন- প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের সম্মান প্রতিষ্ঠিত করতে আমাদের এই সংগঠনের পথচলা।
এরপর রাতে সংগঠনের প্রায় ৩৫ জন নেতাকর্মী মুন্সীগঞ্জের পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লবের সাথে দেখা করতে যান।
সেখানে তারা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মেয়রও শিক্ষকদের মিষ্টান্ন দিয়ে মিষ্টিমুখ করান।