শ্রীণগরে রানী জেনারেল হসপিটালে এক নারীর মৃত্যু
রানী হাসপাতালে স্বাস্থ্য সেবার নামে প্রতিষ্ঠানটি একের পর এক অনিয়মের ঘটনায় সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে বলে অভিযোগ রয়েছ।
৭ এপ্রিল বুধবার দুপুর ২টা। নিশি (২৫) নামের এক নারীকে নিয়ে উপজেলার ঝুমর সিনেমা হল সংলগ্ন রাণী জেনারেল হাসপাতালে ঢোকেন তার স্বজনরা।
হাসপাতলের চিকিৎসক সৈয়দ আবু সাঈদ তাকে ইনজেকশন পুশ করেন। কিছুক্ষনের মধ্যে গৃহবধু নিশি নিস্তেজ হয়ে পরেন। নিশির স্বজনরা সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রহলাদ কৃষ্ণ বর্মণ জানান তিনি আগেই মৃত্য বরণ করেছেন। সাথে সাথে নিশির স্বজনরা লাশ নিয়ে রাণী হাসপাতালে চলে আসেন। এসময় রাণী হাসপাতালের ডাক্তার সহ মালিক পক্ষের সাবাই পালিয়ে যায়। গৃহবধুর স্বজনরা সাংবাদিকদের এসব তথ্য জানান। তারা আরো জানান, কাউকে না পেয়ে রোগীর স্বজনরা লাশ নিয়ে রাণী হাসপাতালে অবস্থান নেয়। পরে পুলিশ এসে হাসপাতালটির মালিক হারুন-অর-রশিদকে ডেকে আনেন। নিশি বালাশুর বানিয়া বাড়ী এলাকার দ্বীন ইসলামের স্ত্রী। সে তার স্বামীর সাথে ঢাকায় বসবাস করতো।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, রোগীর স্বজনরা লাশ নিয়ে গেছে। তারা থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।