মুন্সীগঞ্জে ইজিবাইক ছিনতাই কালে ৪ যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৬৭ বার পঠিত

মুন্সিগঞ্জে ইজিবাইক ছিনতাই কালে ৪ যুবক আটক
লৌহজং প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের লৌহজং হলদিয়া ইউনিয়ন কারপাশা থেকে ইজিবাইক ছিনতাই কালে ৪ যুবককে হাতে নাতে আটক করে স্থানীয় জনগন।পরে গণধোলাই দিয়ে টইল পুলিশের হাতে তুলে দেয়।আসামীর ৪ যুবক হল
১ঃরবিন শেখ(২৮) পিতাঃহানিফ,
বাসাঃকেরানীগঞ্জ, ইস্পানী ০৫ নং রোডে ১০নং বাসা জসিম মিয়ার বাসার ভাড়াটিয়া।
২ঃরাকিব(২৪) পিতাঃআবুল-কালাম।গ্রাম আড়িয়াল, উপজেলাঃ টঙ্গীবাড়ী, জেলাঃমুন্সিগঞ্জ।
৩/সবুজ শেখ (২৬)পিতা দুলাল শেখ।
গ্রাম লতব্দি,থানাঃ সিরাজদিখান, জেলাঃ মুন্সিগঞ্জ।
৪/মোঃকাউসার মিয়া।পিতাঃওমর ফারুক।
গ্রামঃপশ্চিম সাকদি,থানাঃচাঁদপুর সদর,জেলাঃচাঁদপুর।
পরে আহত ইজিবাইক চালক শুভ খাঁন লৌহজং থানায় মামলা দায়ের করেন।মামলা নাম্বার ৬।
উক্ত ইজিবাইক চালক শুভ জানাই গত বুধবার বিকাল ৪ দিকে কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তা থেকে উক্ত ৪ জন আসামী হাসারা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী দেখতে যাবে বলে উঠে।ভিকটিম যখন তাদের নিয়ে হাসারা পৌছাই,তখন আসামীরা জানাই,রোগীকে ষোলঘর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।ষোলঘর আসার পর পুনরায় আসামীরা জানাই ষোলঘর থেকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে।তখন ভিকটিমের সন্দেহ হলে আসামীদের ভাড়া দিয়ে নামতে বললে। তখন ৪ যুবক অনুরোধ করে রোগির অবস্থা সিরিয়াস।তখন ভিকটিম ষোলঘর থেকে হলদিয়া উদ্দেশ্য রওনা করলে লৌহজং হলদিয়া ইউনিয়নের অন্তগর্ত কারপাশা গ্রামের পাকা রাস্তা নির্জন জায়গায় ওমর সর্দারে বাড়ি হইতে প্রায় ২০০ গজ পশ্চিমে এসে পৌছালে প্রায় সন্ধা ৭ঃ৩০ দিকে ১নং আসামী রবিন শেখ, ইজিবাইক চালক শুভর গলায় চাক্কু ধরে।গাড়ি থেকে নামতে বলে।ভিকটিম দস্তাদস্তি করলে রবিন তখন পেটে ও বাম পায়ে ২ টা পার পারে।তখন ২ নং আসামী রাকিব ভিকটিমে গলায় গামছা পেচিয়ে ধরে।৩নং ও ৪নং ধাক্কা দিয়ে ইজি বাইক থেকে ফেলে দিয়ে হলদিয়া বাজারে দিকে চলে যায়।তখন ভিকটিম মাটিতে পড়ে চিৎকার করলে আশে পাশের লোকজন বের হয়ে লুৎফর সর্দারে গ্যারেজের সামনে থেকে হাতে নাতে ইজিবাইক সহ ৪ যুবকেই আটক করে।পরে উপস্থিত জনতা গনধোলাই দিয়ে টহল পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আসামীদের কাছ থেকে ৬০০০ টাকা ও চাক্কু উদ্দার করে।উপস্থিত লোকজন ভিকটিম কে চিকিৎসা জন্য ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর