নরসিংদীর রায়পুরার নিলক্ষায় পুলিশের ওপর হামলায় টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ আহত-অনাকান্তির কন্ঠ

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩১৬ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন টেটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- রায়পুরা থানার উপ পরিদর্শক নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)।
আহত পুলিশ সদস্যদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ধরতে নিয়মিত দায়িত্ব হিসেবে নিলক্ষা এলাকায় অভিযানে যায় পুলিশ।
এসময় গ্রেফতার এড়াতে স্থানীয় কিছু উশৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছেন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে এলাকায় পুলিশী অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর