গ্রেফতার হওয়া প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আজ মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটে কাশেমপুর মহিলা কারাগারে নেয়া হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের প্রধান ফটকে দায়িত্বে থাকা কাররক্ষী মোহাম্মদ হান্নান।
সরকারি গোপন নথিপত্র কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংগ্রহ করার অভিযোগে দায়ের করা মামলায় আটক সাংবাদিক।
হান্নান জানান, এ সময় কারা ফটকে রোজিনা ইসলামের স্বামী মোঃ মনিরুল ইসলাম মিঠু এবং রোজিনার বোন উপস্থিত ছিলেন।
এছাড়াও তার নিকট আত্মীয় স্বজনরা ছিলেন। এসময়ে সাংবাদিক রোজিনা ইসলামের পরিধেয় জামা কাপড়সহ অন্যান্য আরো কিছু প্রয়োজনীয় জিনিস পত্র দেওয়া হয়েছে।