সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন-অনাকান্তির কন্ঠ

তারিকুল ইসলাম, মুন্সিগনজ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩২১ বার পঠিত

মুন্সীগঞ্জের প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা নির্যাতনের প্রতিবাদ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ওপ্রতিবাদ করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য সহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও ষড়যন্ত্র মূলক আখ্যায়িত করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দেয়ার দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকরা
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ মে) মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব ভবননের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শিহাব, দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধক্ষ সাইদ-উর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুকবুল হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাজ মল্লিক, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জল (দৈনিক রজতরেখা), কার্যকরী সদস্য আবুল কালাম, নাছির উদ্দীন (মানবজমিন), মোরসালিন রহমান (খবর বাংলাদেশ), আলমগীর হোসাইন (ঢাকার ডাক), রহিম মিয়া (বাংলা টিভি), আপন সরদার (খোলা কাগজ), মীর রাতুল (দৈনিক সকালের সময়), শাজাহান খান (আমার সংবাদ), নাজমুল হাসান (স্বদেশ প্রতিদিন), ফরহাদ হোসেন (দৈনিক বাংলার অধিকার ), নাসির উদ্দিন (সিএনএন বাংলা), কাজী বিপ্লব হাসান (দৈনিক প্রভাতি খবর), মানিক মিয়া, তুহিন সরকার, জিয়াউর রহমান জীবনসহ সাংবাদিকবৃন্দ।
বক্তাররা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।সাংবাদিক নেতারা আরো বলেন, একের পর এক দুর্নীতির ঘটনা তুলে ধরার কারণে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোষানলে পড়েন। পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর জন্য হেনস্তা করে এই মিথ্যা মামলা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর