বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীনগর উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীনগর উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। ২১ মে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দামলা মীর সরফত আলী সপুর বাড়িতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসুস্থ নেতা-কর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়।
শ্রীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিশির চৌধুরী আরিফের সভাপতিত্বে সদস্য সচিব জহিরুল ইসলাম বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ জসিম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজিব, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমেল লস্কর, শ্রীনগর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সিদ্দিকুর রহমান মন্টু, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন তারা, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিমন হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের কার্যকরী সদস্য মতি শেখ, সেলিম ভূইয়া, শ্রীনগর কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান, শ্রীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদ রানা, শ্রীনগর উপজেলা যুবদলের সোহেল মাদবর, রনি, ইমরান খাঁন, শফিকুল, সৈকত, শ্রীনগর উপজেলা ছাত্রদলের আশিক, সাজ্জাদ হোসেন, নাদিম, সিয়াম,বিশাল, লিমন, নিলয় প্রমূখ।
স্থানীয় মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন।