ভারত ও পাকিস্তান থেকে যাত্রীবাহী কোনো ফ্লাইট প্রবেশের নিষেধাজ্ঞা এক মাস বাড়িয়েছে কানাডা। আগামী ৩০ জুন পর্যন্ত দেশ দুইটির কোনো নাগরিকের কানাডা প্রবেশ বা ভ্রমণ করতে পারবেন না।
কানাডায় বাইরের দেশ থেকে যেন করোনার নতুন কোনো ধরন না ছড়ায় সেজন্য গত ২২ এপ্রিল থেকে ভারত ও পাকিস্তানের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে দেশটির সরকার।
সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ২২ মে। তা শেষ হতে না হতেই নতুন করে আরও এক মাস বাড়াল।
তবে টিকা এবং প্রতিরক্ষামূলক সরঞ্জাম বহনকারী কার্গো প্লেনগুলোর ক্ষেত্রে কানাডায় প্রবেশের অনুমতি অব্যাহত থাকবে।
যদিও যাত্রীরা এখনও কানাডায় আসতে পারবেন, তবে তা তাদের অপ্রত্যক্ষ পথের মাধ্যমে করতে হবে এবং তাদের প্রস্থানের শেষ পয়েন্ট থেকে কভিড-১৯ পরীক্ষা করতে হবে ও ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে।